কিস্তির টাকার চাপ! শাজাহানপুরে বেলাল আত্বহত্যার মামলায় তদন্ত শুরু করেছে পিবিআই

216

 

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর গ্রামে ওয়েল্ডিং মিস্ত্রি বেলাল হোসেন আত্বহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। গতকাল মঙ্গলবার বগুড়া পিবিআইয়ের অফিসার আবু ওবায়দা তদন্তে আসেন। গত ০১নভেম্বর নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে ৬এনজিও এর ম্যানেজার এবং মাঠ কর্মী সহ মোট ১১জনের নামে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এনজিও গুলো কিস্তির টাকার জন্য চাপ সৃস্টি করলে তা সহ্য করতে না পেরে গত ১৫সেপ্টেম্বর দুপুড় ২টার দিকে নিজ বাড়িতে প্রথমে বিষ পান করে তারপর লোহা কাটা শান মেশিন দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে বেলাল। মূমূর্ষ অবস্থায় বেলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় সেদিনই বিকেল সারে ৪টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনা পুরো উপজেলা জুড়ে আলোচনার ঝড় ওঠে। ফিস ছাড়াই বাদী পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করছেন এ্যড রাশেদুর রহমান মরিস।
মামলা দায়ের করার পর একটি এনজিও এর অফিসার সহ বেশ কয়েক জন বেলালের বাড়িতে আসে এবং মামলায় কিছু হবেনা বলে হুমকী দেয়। সমস্ত ঘটনা উল্লেখ করে ন্যায় বিচার পেতে গত ৫অক্টোবর শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি দেয় বেলালের স্ত্রী হাসিনা খাতুন। মামলার তদন্ত এবং বিচারে যেন এনজিও গুলো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন হাসিনা খাতুন।
বগুড়া পিবিআইয়ের অফিসার আবু ওবায়দা জানান, এ বিষয়ে পরে কথা বলবেন।