গাবতলীর সুখানপুকুরে জাতীয় জেল হত্যা দিবস পালিত

256

গাবতলী উপজেলা প্রতিনিধি :
শ্যামল সরকার
বগুড়া গাবতলী নবগঠিত ১২নং সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার হত্যার বিচারের রায় দ্রূত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয় সুখানপুকুরের রেলঘুন্টিতে। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক-সহসভাপতি ও নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব টি.এম.মুসা পেস্তা। গাবতলি মডেল থানা পুলিশিং কমিটির সভাপতি ও গাবতলি উপজেলা আওয়ামীলীগের সাবেক-সভাপতি বাবু ধন্য গোপাল সিংহের সভাপতিত্তে উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু ও গাবতলি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলমগীর রহমান । উপস্থিত ছিলন গাবতলি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা। আরো উপস্থিত ছিলেন নেপালতলী ইউপি সদস্য নুরুল ইসলাম উজ্জল,আমজাদ মন্ডল, সুখানপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও এম.আর.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরৎ চন্দ্র রায়। আওয়ামীলীগ নেতা আহসানউল্লা মাষ্টার শাখোয়াত হোসেন শিমু,লিটন মিয়া,বিমল চন্দ্র রায়, বিজেন্দ্র রায়,বিপুল চন্দ্র রায়,রুবেল মিয়া,নান্নু, পরিমল, বাবু মিয়া,মহিদুল খান,বকুল মিয়া,দুলু মিয়া,দুলাল মিয়া,মান্না মিয়া,পিন্টু মিয়া,যুবলীগ নেতা রাসেল মিয়া,পলান চন্দ্র রায়,মতিন, স্বে”ছাসেবকলীগ নেতা সোহাগ,সেলিম,কাজল,সনি,বিপ্লব,শ্রমিকলীগ নেতা আরিফুর রহমান,মোসারফ হোসেন,তারেক,কৃষকলীগ নেতা সোবাহান,ছাত্রলীগ নেতা আহাদ,আজিজুল হাকিম,শুভ,সোহাগ,তপন,উত্তম,শ্রাবন আরো বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।