নন্দীগ্রামে জেল হত্যা দিবস পালিত

234

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, হাফিজুর রহমান নান্টু, মোতাহার আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, শাজাহান আলী, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বে”ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, সজিব আহসান, রিপন, সৌরভ, সোহান প্রমূখ। এরপূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণের পর তারা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।