সৌম্য-লিটনের দুবাই ভ্রমণ নিয়ে প্রশ্ন!

241

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বিসিবি প্রেসিডেন্টস কাপ চলমান থাকায় দুর্গাপূজার ছুটি পাননি সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তবে আসর শেষ হতেই বিসিবির কাছ থেকে ছুটি পেয়েছেন তারা। এরইমধ্যে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন স্ত্রীকে নিয়ে দুবাই পৌঁছেছেন। অন্যদিকে সৌম্য দুবাই পৌঁছাবেন ৫ই নভেম্বর। জানা গেছে আগামী ৪ থেকে ১১ই নভেম্বর পর্যন্ত এই দু’জনের ছুটি মঞ্জুর করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে তাদের এই বিদেশ ভ্রমণের সংবাদ নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে আরো একটি বিষয়েও। যদি এই দু’জন ১০ই নভেম্বর দেশে ফেরেন বাংলাদেশে সরকারের নিয়ম অনুসারে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। তা হলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগে এই দু’জন কি অংশ নিতে পারবেন! এ ছাড়াও করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে।

ইউরোপের অনেক দেশই ফের লকডাউনে যাচ্ছে। তাই হঠাৎ বিদেশ ভ্রমণের জন্য ছুটি কেন!
বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আসলে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টি সরকারের সিদ্ধান্ত। সেটি যদি সরকার বাধ্যতামূলক করে তা করতেই হবে। তবে আমরা যেটা করছি সরকারকে জরুরি ও জাতীয় প্রয়োজনে চিঠি দিচ্ছি। যেমন কোচদের কোয়ারেন্টিন শিথিল করেছে আমাদের চিঠি পেয়ে। আমরা যা করেছি তাদের আরো একটি কোভিড-১৯ টেস্ট করিয়ে দেখেছি নেগেটিভ। তারা কাজ শুরু করেছেন। এখন সৌম্য ও লিটনকে নিয়ে আমরা চিঠি দেবো যেন শিথিল করা হয়। সরকার যদি মনে করে তারা আমাদের জাতীয় প্রয়োজন তাহলে তারা সেইভাবে সিদ্ধান্ত নিবে।’