অন্যরকম অভিজ্ঞতায় পরীমনি

234

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

চলতি মাসের প্রথমদিন থেকে শুরু হয়েছে পরীমনি অভিনীত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিং। ঢাকার উত্তরার পর এখন এর শুটিং চলছে নিকেতন ও পুরান ঢাকার বিভিন্ন জায়গায়। ৬ই নভেম্বর পর্যন্ত টানা শুটিংয়ে পরী অংশ নিবেন এ ছবির। এ ছবিতে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। পরীমনি বলেন, অনেক দিন পর শুটিং করছি। ‘প্রীতিলতার’ টিমটা চমৎকার। শুটিং করতে খুব ভালো লাগছে। তারুণ্যনির্ভর একটা টিম।

আমার তো এখনই যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে। ‘প্রীতিলতা’ হওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়ও বটে। কারণ এটি ঐতিহাসিক একটি চরিত্র। তাই বেশ ভালো প্রস্তুতি নিতে হয়েছে। আর এই প্রস্তুতিতে সিনেমার পুরো টিমের শতভাগ সহায়তা পেয়েছি। এ চরিত্রে কাজ করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। চেষ্টা করছি শুটিংয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। ‘প্রীতিলতা’র মধ্যেই যেন ডুব দিয়েছি এখন। আশা করছি খুব ভালো কিছু হবে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। নির্মাতা রাশিদ পলাশ বলেন, প্রথম লটটা আমরা ঢাকাতেই শুট করবো। এরপর চট্টগ্রামে চলে যাবো। সেখানেই আমাদের মূল কাজ হবে। ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল। এ ছবিতে গান করেছেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন।