মুহাম্মাদ আবু মুসা
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিলসরলিয়া স্কুল মাঠে বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। অনুষ্ঠানে উদ্ধোধক এর বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ এমরান হোসেন রিবন, জেলা যুবলীগ নেতা নুরেজ্জামান সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেট। অন্যান্যদের মধ্যে ছিলেন যুবলীগ নেতা খায়রুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরুল কাইস স্বাধীন, সোয়েব, পলাশ, তিমু, রোহান, আদর, চন্দন, সিয়াম, মহিলা নেত্রী জাহানারা বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। শেষে সবর্ সম্মতিক্রমে কবির ইসলাম তিমুকে সভাপতি, আজিজুল হাকিম রোহানকে সহ-সভাপতি, সামিউল ইসলাম আদরকে সাধারণ সম্পাদক, শ্রী চন্দন সরকার ও সিয়াম হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ নেপালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।