মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মৌসুমী হামিদ

236

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তার শোবিজে পথচলা শুরু হয়েছিল ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি টিভি নাটকে নিয়মিত হন। তবে মাঝেমধ্যে তাকে আলো ঝলমলে রুপালি পর্দায়ও দেখা গেছে।

বড় পর্দায় মৌসুমী হামিদ প্রথম কাজ করেন অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ চলচ্চিত্রে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

অভিনেত্রী বলেন, ‘নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করলেও ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায়ও অভিনয় করি। ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি তেমনই। এ ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক হলেও এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে। চরিত্র অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটিকে ফুটিয়ে তুলতে।’

মৌসুমী আরো বলেন, ‘শিগগিরই উত্তরবঙ্গে ছবিটির কাজ শুরু হবে। আশা করছি এটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।’ বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি এই নায়িকা একক এবং ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।