আংটিবদল করলেন গওহর-জেইদ1 মিনিটে পড়ুন

133

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা অনেক আগেই দিয়ে দিয়েছেন তারা। শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও জানিয়েছিলেন। সেই কথা মতোই সম্প্রতি বাদগানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন তারা। কথা হচ্ছে- বলিউড অভিনেত্রী গওহর খান ও তার প্রেমিক জেইদ দরবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন গওহর-জেইন।

গওহরের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে- এই প্রেমিক-প্রেমিকা একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। তার পেছনের দিকে সাজানো রয়েছে বেলুন দিয়ে। আর তাতেই লেখা হয়েছে- ‘সি সেইড ইয়েস’ (তিনি হ্যাঁ বলে দিলেন)।

এসময় গওহরের পরনে ছিলো ফ্লোরাল প্রিন্টের সালোয়ার কামিজ। জেইদ পরেছিলেন হলুদ রঙের শার্ট এবং জিন্স প্যান্ট।

 

মিউজিক কম্পোজার ঈসমাইল দরবারের ছেলে জেইদ দরবার গওহরের থেকে ১২ বছরের ছোট।

জেইদ দরবার একজন প্রফেশনাল ড্যান্সার। তিনি ডোয়াইন ব্রাভোর ‘দ্য ছামিয়া সং’-এ কাজ করেছেন।

জেইদের আগে টেলিভিশন তারকা কুশল টেন্ডনের সঙ্গে প্রেম ছিলো গওহর খানের।