প্রেস বিজ্ঞপ্তি।
বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কামর্চারী ইউনিয়ন এর আয়োজনে বগুড়া জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক স্যারএর নভেল করোনাভাইরাস থেকে রোগ মুক্তির কামনা করে শহরে সাতমাথা নিকটস্থ পার্ক মসজিদ এ রোজঃশুক্র বার 6, 11,2020 অদ্যই বাদ আসর এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া কামনায় সাধারন মুসল্লিগন ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মূছা প্রধান পলাশ সাংগঠনিক সম্পাদক মোঃএনামুল হক সহ আব্দুল জলিল মোঃরবিউল ইসলাম মোঃ মহাসিন আলী সরকার মোঃফজলুল বারী মনির মোঃআনিসুর রহমান রাসেল মোঃ সিরাজুল ইসলাম মোহাম্মদ আলী মোঃ সাইদুল ইসলাম জুয়েল মোঃ রাকিবুল হাসান রন্টি মোঃ লিটন প্রামানিক আতিক মোঃ মামুন হোসেন মোঃকামাল হোসেন মোঃ আব্দুল আলিম প্রমুখ
এ সময় সারাদেশে নোভেল করোনা ভাইরাস এ যারা মৃত্যু বরন করেছে তাদের জন্যদোযা করা হয়।
দোয়া কামনায় সহোযোগিতা করেন সংগঠনের সাধারন সম্পাদক শ্রী রতন রায়।