বিডি ক্লিন বগুড়ার উদ্যোগে পরিচ্ছন্ন হলো বগুড়া প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদ প্রাঙ্গন।

325

মোহাম্মদ রাকিব

গতকাল ৬ নভেম্বর শুক্রবার বগুড়া প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদ প্রাঙ্গন পরিচ্ছন্নতার মাধ্যমে সম্পন্ন হলো বিডি ক্লিন বগুড়া এর ৭৭ তম পরিচ্ছন্ন অভিযান।

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এমনই প্রতিপাদ্য স্লোগানকে অন্তরে ধারণ করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত সচেতনতার বার্তা ছড়িয়ে যাওয়া সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বগুড়ার উদ্যোগে পরিচ্ছন্ন হলো বগুড়া প্রেসক্লাব ও বায়তুর রহমান মসজিদ প্রাঙ্গন। গতকাল সকাল ১১ টায় বিডি ক্লিন বগুড়ার সেচ্ছাসেবী সদস্যদের উপস্থিতিতে সাপ্তাহিক কার্যক্রম সম্পন্ন করে সংগঠনটি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হয়ে দীর্ঘ ১ ঘন্টার প্রতীকী অভিযানের পাশাপাশি হ্যান্ড মাইকে চলে সচেতনামূলক কার্যক্রম। গতকাল বিডি ক্লিন বগুড়া এর ৭৭ তম পরিচ্ছন্ন অভিযানে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিন বগুড়া এর সিনিয়র সদস্য কানিজ রেজা। উপস্থিত ছিলেন বিডি ক্লিন বগুড়া এর সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শরিফুল মাসুদ। উপস্থিত ছিলেন বিডি ক্লিন বগুড়া এর জেলা সমন্বয়ক জনাব মাহবুব আলম জিয়ন। পরিচ্ছন্ন অভিযান শেষে বিডি ক্লিন বগুড়া এর জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার নোংরা অভ্যাস পরিবর্তন করে পরিচ্ছন্ন মানসিকতা তৈরির মাধ্যমেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বিডি ক্লিন তারুণ্যে কাজ করে যাচ্ছে। আমাদের সাপ্তাহিক প্রতীকী অভিযানের মাধ্যমে আমরা একদিকে যেমন একটি অপরিচ্ছন্ন স্থান বা এলাকা পরিচ্ছন্ন করে সবাইকে পরিচ্ছন্ন ও অপরিচ্ছন্ন স্থানের মাঝের সৌন্দর্য দেখিয়ে দিচ্ছি তেমনি মাইকে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, শুধু জেলা টিম নয়, বিডি ক্লিন বগুড়া এর উপজেলা টিম গঠনের কাজও চলছে। বর্তমানে বিডি ক্লিন বগুড়ার দু’টি উপজেলা টিম গঠন হয়েছে। বিডি ক্লিন নন্দীগ্রাম ও বিডি ক্লিন কাহালুও তাদের সাপ্তাহিক পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। বাকি উপজেলা গুলোতেও টিম গঠনের কাজ চলছে।