আদমদীঘিতে শাড়িতে আগুন লেগে নারীর মৃত্যু

120

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ভাত রান্না করার সময় শাড়িতে আগুনে দগ্ধ হয়ে রেনুকা বেগম (৫৫) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি । রেনুকা বেগম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আবুল কালামের স্ত্রী ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার রেনুকা বেগম নিজের বাড়িতে চুলায় ভাত রান্না করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশতঃ তাঁর শাড়ির আঁচলে চুলার আগুর পড়নের শাড়িতে গেলে মুহুর্তে তা ছড়িয়ে শরীরে আগুন লেগে যায় । তাঁর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এস মূমূর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে শারিরীক অবস্থা অবনতি ঘটলে রেনুকা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দগ্ধ গৃহবধু রেনুকা মারা যান। সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।