কাহালুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

234

কাহালু (বগুড়া)প্রতিনিধি
বগুড়া কাহালুতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নেতাদের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশের এএসআইসহ কয়েকজন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পৌরসভার মঞ্চে এই ঘটনা ঘটে।

জানা যায়,  শনিবার বগুড়ার কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ছিলো। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ম.আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তসহ জেলা উপজেলা নেতারা উপস্থিত ছিলেন। বিকেল ৩ টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশন শেষ হয় বিকেল সাড়ে ৫ টার দিকে। এরপর দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি চলছিলো। কমিটি ঘোষণার আগেই পদ পদবী নিয়ে শুরু হয় হট্টগোল। এক পর্যায় তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়। এসময় মঞ্চের চেয়ার ভাঙচুর থেকে শুরু করে একে অপরের প্রতি রেল লাইনের পাথর নিক্ষেপ শুরু করে। পাথরের আঘাতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে তারা নেতাদের লক্ষ করেও পাথর নিক্ষেপ করে। এসময় তাদের পাথরের আঘাতে কাহালু থানার এএসআই মাসুদসহ কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ শর্টগানের গুলিছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুর রহমান জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই হঠাৎ সম্মেলন স্থলের দিকে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে থানার এএসআই মাসুদ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি।