ফ্রান্স দলে এমবাপ ফ্রান্স দলে এমবাপে, নেই ডেম্বেলে

123

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

কিলিয়ান এমবাপের চোট খুব একটা গুরুতর নয়। তবে খেলতে পারেননি ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে। তার দ্রুত সেরে ওঠার আশাতেই বুঝি, কদিন বাদে হতে যাওয়া তিনটি ম্যাচের জন্য তাকে নিয়ে দল ঘোষণা করেছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম। চোটশঙ্কা থাকার পরও এমবাপে দলে, অথচ চোট কাটিয়ে বার্সেলোনার জার্সিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েও সুযোগ হয়নি উসমান ডেম্বেলের!

 

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে একটি প্রীতিম্যাচ ও উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এর জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম। গত শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তিন দিন পর এক বিবৃতিতে তার ডান পায়ের মাংশপেশিতে চোটের বিষয়টি জানায় পিএসজি। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে হারের ম্যাচে খেলতে পারেননি এমবাপে। কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়েও ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

 

 

এরপরও তার দেশমের দলে ডাক পাওয়াটা কিছুটা অবাক করার মতো। ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম। এর আগে দেশটির বয়সভিত্তিক দলে খেলা ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ড খেলেন বুন্দেসলিগার দল বরুসিয়া মগøডবাখের হয়ে। আগামী বুধবার নিজেদের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে ফ্রান্স। এর তিন দিন পর পর্তুগালের মাঠে তারা খেলবে নেশন্স লিগের ম্যাচ। প্রতিযোগিতাটিতে আগামী ১৭ নভেম্বর ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইডেন।

 

ফ্রান্স দল: গোলকিপার: বেনোয়া কোস্তিল, উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক ম্যাইগোঁ; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লেঁমো লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা; মিডফিল্ডার: এনগোলো কঁতে, পল পগবা, করেতিঁ তোলিসো, স্টিভেন জনজি, আদ্রিয়েন রাবিয়োট, মুসা সিসিকো; ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, নাবিল ফেকির, অলিভার জিরু, আতোঁয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, আন্থোনি মার্সিয়াল, মার্কাস থুরাম।