সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বিধবা মায়ের ঘর

144

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে বিধবা কাছমতির ১টি ঘরের আসবাপত্র সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুর ১২ দিকে সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ের উত্তর হিন্দুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা সদর ইউনিয়নের ইউপি মেম্বার মোঃ আব্দুল হান্নান জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাছমতির ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। পরে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্য মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এছাড়াও আগুনে পাশের বাড়ির মোঃ লিটন মিয়ার ১টি ঘরের আংশিক পুড়ে যায়।