উন্নত সম্মৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে দেশরত্ন শেখ হাসিনা ও নৌকার বিজয়ের বিকল্প নাই ….. মজিবুর রহমান মজনু

278

 

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টার:

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু বলেছেন,উন্নত সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার বিজয়ের কোন বিকল্প নেই,তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বগুড়া পৌরসভা নির্বাচনে বিজয়ী করার জন্য নৌকা প্রতিকের পৌর আওয়ামী লীগকে যোগ্যপ্রার্থী দেওয়ার জন্য আহ্বান জানান।
তিনি সোমবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় বগুড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন| বগুড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববির সঞ্চালনায় | বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগেবুল আহসান রিপু.পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বকুল.শাহাদত হোসেন শাহীন.শেখ শামীম.অ্যাডোনিস বাবু তালুকদার সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ|

।সভায় আগামী বগুড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেয়ার হবে বলে জানানো হয়।