শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

264

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশক্রমে আগামী ডিসেম্বরের মধ্যে থানা আওয়ামীলীগের সম্মেলনের জন্য ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন শেষ করে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ কমিটি গঠন করার লক্ষে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ, সাংগঠনিক সম্পাদক ইন্জিঃ আঃ মান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি আঃ ছাত্তার, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন, ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাউল হক মেজবা, পিরব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক, বিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা, রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেহেদী হাসান সাইফুল, আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছার রহমান মুন্নু, দেউলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন মাস্টার ও শহিদুল ইসলাম মর্তুজা। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল মতিন ও শাহিনুর প্রাং, যুবলীগ নেতা রবিউল ইসলাম, মেহেদুল, রফিকুল ইসলাম, জাকির, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান লিমনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।