শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাজেদুল করিম আকাশকে আহ্বায়ক ও মিঠুন হাসান মিঠুকে যুগ্ম আহ্বায়ক করে ২১সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পাশাপাশি আগামি তিনমাসের মধ্যে এ উপজেলায় পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাসেল আহম্মেদ কনক ও সদস্য সচিব কামরুজ্জামান মানিক যৌথ স্বাক্ষরিত বিবৃতি দিয়ে এই আহবায়ক কমিটি ঘোষণা করেন। পরে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনটির কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মামমুদ, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান আশিক, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, আওয়ামী মৎস্যজীবী লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, প্লাবন সরকার, মাহাফুজ আহম্মেদ, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য শোভন, ফয়সাল, কনক, রাফিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।