নিজ মাঠে শুরুতে বেঞ্চে কেন মেসি!

119

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে নিজ মাঠে অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রেখে একাদশ সাজান বার্সা কোচ রোনাল্ড কোম্যান। বার্সেলোনার ন্যু ক্যাম্পে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বল পায়ে ঝলক দেখান মেসি। শেষ পর্যন্ত মেসির জোড়া গোলে ৫-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘মেসির ছোট ইনজুরি ছিল। তাই ঝুঁকি নিতে চাইনি।’
যদিও ম্যাচ শুরুর আগে বার্সেলোনার সহকারী কোচ আলফ্রেড শ্রিউডার জানান, এটি মেসির ইনজুরির কারণে নয়। কারণটা হলো তিনি সতেজ নয়। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর আগে শ্রিউডার বলেন, ‘প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে, আর কোম্যান বলেছেন যে পুরোপুরি সতেজ না থাকলে সে যেই হোক তাকে শুরুতে বেঞ্চে বসতে হবে।’
৪১৩ দিন পর বার্সেলোনার শুরুর একাদশের বাইরে থাকতে দেখা গেল লিওনেল মেসিকে।

সর্বশেষ গত বছর ২১শে সেপ্টেম্বর গ্রানাডার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের শুরুতে বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছিল বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ইনজুরি থেকে ফিরে ওটা ছিল তার প্রথম ম্যাচ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শেষে দলের ২-০ গোলের হার দেখেন তিনি। এর পর অংশ নেয়া প্রত্যেক ম্যাচেরই শুরুর একাদশে খেলতে দেখা গেছে তাকে। এসময় তিনটি ম্যাচে দলের বাইরে ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এবং স্প্যানিশ কোপা দেল রে’তে ইবিজা সফরে বিশ্রামে রাখা হয় মেসিকে। আর লা লিগায় গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দলের বাইরে ছিলেন চোটের কারণে।
উয়েফা চ্যাম্পিয়নস লীগে দিনামো কিয়েভের বিপক্ষে ম্যাচে কিছুটা পরিশ্রান্ত দেখায় মেসিকে। ম্যাচের এক পর্যায়ে মেসিকে বল পায়ে হেঁটে হেঁটে খেলতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন বার্সেলোনা সমর্থকরা। তবে বেতিসের বিপক্ষেম্যাচ শেষে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি বলেন, ‘সোজা কথা বলি- সে (মেসি) যখন মাঠে থাকে তখন কী করে তা উপভোগ করুন। যা করছে না তা নিয়ে ভাবনার কিছু নেই। মাঠে আপনি যদি কাউকে বল পাস দিতে চান তাহলে সেটার দাবিদার অবশ্যই মেসি।
ওই ম্যাচের পর বার্সা কোচ কোম্যান বলেছিলেন, ‘মেসিকে মাঠে হাঁটতে দেখিনি আমি। এ বিষয়ে কথা বলতে আগ্রহী নই আমি। এ নিয়ে কেউ যদি বিতর্ক তৈরি করতে চান সেটা তার সমস্যা।’