বগুড়ায় নতুন করে করোনায় শনাক্ত ৩৩ জন,সুস্থ ২৫ জন

117

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৪টি নমুনার ফলাফলে নতুন করে ৩৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ২৭শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৩৩জনের মধ্যে সদরের ৩০জন, কাহালু ২জন এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা। সোমবার দুপুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৮ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ৩২জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ২৪০জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৭০৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৪১জন।