বগুড়া এক্সপ্রেস ডেস্ক
মালদ্বীপে ছুটি কাটিয়ে ফের কাজে ফিরলেন বলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা তাপসী পান্নু। তার আসন্ন সিনেমা ‘রাশমি রকেট’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন। সিনেমাটি নিয়ে বেশ জোরকদমে প্রস্তুতি নিয়েছেন তিনি। জানা গিয়েছে, এই সিনেমার জন্য নিজেকে তৈরি করতে অনেকটা সময় দিয়েছেন। আকর্ষ খুরানা পরিচালিত ও রনি স্ক্রেভালার প্রযোজনায় রাশমি রকেটের মূল চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। ‘রাশমি রকেট’ ছাড়াও তাপসীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা।