অস্কারে যাচ্ছে বিদ্যার শর্টফিল্ম

170

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

অস্কারে যাচ্ছে বিদ্যা বালান অভিনীত শর্টফিল্ম ‘নটখট’। কোনো শর্টফিল্মে এটাই ছিল বিদ্যার প্রথম অভিনয়। গত বছর জুলাইয়ে শর্টফিল্ম ‘নটখট’র কথা ঘোষণা দিয়েছিলেন বিদ্যা। এ ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন তিনি। ‘নটখট’ ছবিটির চিত্রনাট্য তার এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা- এমন নানান বিষয় ফুটে উঠেছে ছবিটিতে। যেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

এ বছরের বেস্ট অব ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির শিরোপাও পেয়েছে ছবিটি। আর এই পুরস্কার জিতেই অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল ‘নটখট’। এমন খবরে উচ্ছ¡সিত বিদ্যা বালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।’