বগুড়া জেলা পুলিশের মাসিক সভায় আবারও শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন সনাতন চক্রবর্তী

124

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার স্যারের সভাপতিত্বে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ১০ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। সভায় অক্টোবর মাসের কর্মসম্পাদনের ভিত্তিতে ১২ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, ৩ জনকে বিশেষ পুরস্কার, ৯ জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অবসরগমন করা চারজন পুলিশ সদস্যকে সম্মাননাও জানানো হয় আজকের সভায়। ক্রেস্ট প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন সদর থানার এএসআই ইলিয়াস রহমান, আদমদিঘি থানার এএসআই শিবলুর রহমান,জেলা বিশেষ শাখার এএসআই রফিকুল ইসলাম, সদর থানার এসআই জহুরুল ইসলাম,শিবগঞ্জ থানার এসআই জিলালুর রহমান,সদর থানার এসআই রোজিনা খাতুন,জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির,জেলা গোয়েন্দা শাখার এসআই ফরহাদ সরকার,সার্জেন্ট ওমর ফারুক, ইন্সপেক্টর তদন্ত,শেরপুর থানা আবুল কালাম আজাদ। শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট নেন সদর থানার ওসি হুমায়ুন কবীর এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন সনাতন চক্রবর্তী Sonaton Chakroborty অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল।

বিশেষ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন এসআই আমিনুল ইসলাম,জেলা বিশেষ শাখার এএসআই মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার এএসআই খলিলুর রহমান এবং একই শাখার কন্সটেবল জহুরুল ইসলাম।
অর্থ পুরস্কার পেয়েছেন এএসআই কাওসার জাহান(উপশহর ফাঁড়ি)এসআই সোলায়মান আলী(আদমদিঘি থানা),এএসআই আব্দুস সালাম(সদর থানা), এএসআই এনামুল হক(সদর থানা),এএসআই আঃ কুদ্দুস(শিবগঞ্জ থানা), মোঃ মোস্তাকিন(গাবতলী মডেল থানা),শাজাহান আলী(গাবতলী মডেল থানা), আব্দুল আওয়াল(গাবতলী মডেল থানা) , শিবলুর রহমান(আদমদিঘি থানা)।
অবসর গমনকারী এএসআই শাহ্ আলম,নায়েক মামুনুর রশিদ,কন্সটেবল আমিনুল ইসলাম মন্ডল, কন্সটেবল আবু তাহেরকে সম্মাননা প্রদান করা হয়।
সভার শুরুতে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে গতকাল নির্মমভাবে খুন হওয়া সিনিয়র এএসপি আনিসুল করিম এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমানের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) রফিকুল আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদিঘি সার্কেল) কে এইচ এম এরশাদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী,পুলিশ লাইন্স স্কুল ও কলেজের প্রিন্সিপাল শাহাদৎ আলম ঝুনুসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।