আদমদীঘিতে ঘরের ভিতরে দুর্গন্ধজনিত গৃহিণীর লাশ। উদ্ধার করলো পুলিশ

280

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ফাইমা বেগম (২৭) নামের এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে ফাঁড়ির পুলিশ। বুধবার সকালে সান্তাহার ইয়ার্ড কলোনী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফাইমা বেগম ওই এলাকার আইনুল শেখের মেয়ে ও সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানাযায়, ফাইমা বেগম তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। সোমবার রাত থেকে ফাইমার ঘরে তালা দেওয়া ছিলো। বুধবার সকাল বেলা তার ঘরের ভিতরে থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তবে এসময় মৃতের স্বামী পলাতক থাকায় স্থানীয়দের মনে সন্দেহ বিরাজ করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।