ধুনটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

236

আ‌মিনুল ইসলাম শ্রাবণ

বগুড়ার ধুনট উপ‌জেলা যুবলী‌গের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার সকাল সা‌ড়ে ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব‌রে উক্ত সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আলহাজ্ব ম‌জিবর রহমান মজনু। ধুনট উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ভি‌পি শেখ ম‌তিউর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সমা‌বে‌শে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য দেন ধুনট উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তা‌রিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

সমা‌বে‌শে সহসভাপতি কুদরত-ই খুদা জু‌য়েল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, মাসুদ রানা, সাংগঠ‌নিক সম্পাদক র‌বিউল আওয়াল, সদস্য আতাউর রহমান, তোজা‌ম্মেল হক, উপ‌জেলা প‌রিষ‌দের ম‌হিলা ভাইস চেয়ারম্যান প‌পি রানী সাহা, ইউ‌পি চেয়ারম্যান এম এ তা‌রেক হেলাল, নাজমুল কা‌দের শিপন, হা‌রেজ উ‌দ্দিন, উপ‌জেলা যুবলী‌গের সহসভাপ‌তি ও‌হিদুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার, সাংগঠ‌নিক সম্পাদক সুজাউ‌দৌলা রিপন, শ‌ফিকুল ইসলাম, ফের‌দৌস আলম, দপ্তর সম্পাদক ইব্রা‌হিম হো‌সেন, ক্রীড়া সম্পাদক ইউনুস আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক আব্দুল ম‌জিদ, সদস্য সোহেল রানা, ‌পৌর যুবলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুর র‌শিদ, সাধারণ সম্পাদক চপল মাহমুদ, কৃষকলী‌গের সভাপতি আ‌নোয়ার হো‌সেন, উপ‌জেলা ছাত্রলী‌গের লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক আল মাসুদ, সা‌বেক সভাপ‌তি ইকবাল হো‌সেন রিপন, সা‌বেক সহসভাপতি হাসান খসরু খান নুপুর, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আব‌ু সা‌লেহ স্বপন উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা সভা শে‌ষে প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর কেক কা‌টেন প্রধান অ‌তি‌থি বগুড়া জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আলহাজ্ব ম‌জিবর রহমান মজনু। সমা‌বে‌শে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের উপ‌জেলা, পৌর, ইউ‌নিয়ন ও ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মীরা সমা‌বেত হোন।