নারায়ণগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা

107

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আড়াইহাজারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু উপজেলার বিশনন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের খোকনের ছেলে। বিয়েতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
.

জানা গেছে, মঙ্গলবার শাখাওয়াত হোসেন বিয়ে করতে যান সদর পৌরসভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ের মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর শাখাওয়াত হোসেন। দুপুর ২টা ৪৫ মিনিটে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কনের বাড়িতে বিয়ে শেষে নববধূকে নিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। বরের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত সাত থেকে আট কিলোমিটার দূরে হতে পারে।

ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন বলেন, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করবো। সেই ইচ্ছা পূরণ হয়েছে।