বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন

158

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা (৮০) মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে তিনি মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এসময় দেশটির পতাকা অর্ধনমিত থাকবে।

শেখ খলিফা বিন সালমান আল খলিফার মরদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক ঘনিষ্ঠরা অংশগ্রহণ করবে।

শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।

খলিফা বিন সালমান আল খলিফা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন যিনি কয়েক দশক ধরে তার দ্বীপের দেশটির সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১১ সালের আরব বসন্তের বিক্ষোভ থেকে বেঁচে গিয়েছিলেন যা দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবি জানিয়েছিল।