কমছে মোটরসাইকেলের নিবন্ধন ফি

220

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। শুধু ২০১৯ সালেই নিবন্ধিত হয়েছে ৪ লাখেরও বেশি। এ অবস্থায় মোটরসাইকেল ক্রেতাদের জন্য এবার সুখবর দিলো সরকার, কমে যাচ্ছে নিবন্ধন ফি। প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর বিআরটিএ হয়ে অনুমোদনের জন্য প্রস্তাবটি বর্তমানে আছে অর্থ মন্ত্রণালয়ে।
প্রস্তাব অনুসারে, ১০০ সিসি বা তার নিচের মোটরসাইকেলের নিবন্ধন ফি করা হবে ২ হাজার টাকা, বর্তমানে ৪ হাজার ২০০ টাকা। একইভাবে ১০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের নিবন্ধন ৫ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি এখন অনুমোদনের অপেক্ষায়।

বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা অনেকদিন থেকেই বিষয়টা নিয়ে ভাবছিলাম। নিবন্ধন ফি কমাতে বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনও দাবি জানিয়ে আসছিল। এর বাইরে জাপান দূতাবাস থেকে এ ব্যাপারে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। এই সবকিছুর প্রেক্ষিতে আমরা নিবন্ধন ফি কমতে উদ্যোগী হয়েছি।