গাবতলী পৌর বিএনপির সভায় সাইফুলকে দলীয় মেয়র প্রার্থী ঘোষনা

166

মুহাম্মাদ আবু মুসা

গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী সরকারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম পিন্টু, তাজুল ইসলাম, আফছার আলী মিজু, মতিউর রহমান মতি, ইস্কেন্দার আলী ময়না, জুলফিকার আলী ভোটে, কৃষিবিদ নুরুজ্জামামান সজল, আবু হাসনাত শাহীন, খোরশেদ আলম জুয়েল, কামরুল হাসান, রুহুল আমিন, আরেফিন রহমান, আব্দুল গফুর, অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুবদল নেতা আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, নুরুল্লাহ আকন্দ, দৌলতজ্জামান, তাজুল ইসলাম, জিল্লুর রহমান, ইউনুছ আলী, শাওন, রাজু, সেলিম, স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তফা কামাল কনক, মহিলাদল নেত্রী ববিতা আক্তার, ছাত্রদল নেতা আঃ গণি, আঃ ওহাব, জুয়েল, ফাইম প্রমূখ। পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী সরকার, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম ও বর্তমান মেয়র সাইফুল ইসলামসহ ১৭জন বিএনপির নেতা-কর্মী আসন্ন গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম উত্তোলন করে ১৬জন জমা দেন। গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভায় সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলামকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করে দলের হাই কমান্ডে সুপারিশ করা হয়। গাবতলী পৌর বিএনপির আহবায়ক কমিটি ২১সদস্য’র মধ্যে ১৬জন সদস্য এবং দলীয় মনোনয়নের ১৬জন মেয়র পদে আবেদন ফরম উত্তোলন করে জমা দিলে তাদের মধ্যে ১১জনই সাইফুল ইসলামকে সমর্থন দিয়ে রেজুলেশন করা হয়। এ ছাড়া অন্যান্যরা সভায় উপস্থিত না থাকায় তাঁদের মধ্যেও কয়েকজন সমর্থন দিয়ে ওই রেজুলেশন খাতায় স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এ ছাড়া পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু জাফর মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী সরকারের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।