পারল না দিল্লি, শিরোপা ধরে রাখল মুম্বই

225

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

এবারের আইপিএলে ফাইনালের আগে মুখোমুখি তিন লড়াইয়ে প্রত্যেকবারই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালেও ছবিটা বদলালো না। মঙ্গলবার ত্রয়োদশ আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো মুম্বই। সব মিলিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নের কৃতিত্ব দেখাল রোহিত শর্মার দল। আর প্রথমবার ফাইনালে উঠে শিরোপার স্বাদ পাওয়া হলো না দিল্লির।

আইপিএলে ২০০তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন রোহিত শর্মা। ইনজুরি আর অফ ফর্ম ভোগাচ্ছিল মুম্বই অধিনায়ককে। তবে ফাইনালে নিজেকে মেলে ধরলেন। ১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে কুইন্টন ডি কক ও রোহিত শর্মা।

ডি কক ১২ বলে ২০ রানে ফিরে গেলেও সূর্য কুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন রোহিত শর্মা। ১৯ রানে নিজের উইকেট দিয়ে এলেন সূর্য কুমার যাদব। গোটা আইপিএলে বল হাতে আগুন ছোটালেও ফাইনালে তেমনভাবে জ্বলে উঠতে পারলেন না কাগিসো রাবাদা ও এনরিখ নরতিয়ে। রোহিতের চওড়া ব্যাটে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বই। ৫১ বলে ৬৮ রান করলেন রোহিত শর্মা। পাঁচ বাউন্ডারি ও চার ছক্কায় সাজানো হিটম্যানের ইনিংস। ৩৩ রানে অপরাজিত থাকেন ঈশান কিষান। ৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ফাইনাল জিতে নেয় মুম্বই।

দুবাইয়ে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে শুরুতেই বল হাতে ট্রেন্ট বোল্টের দাপটে কোণঠাসা দিল্লি। প্রথম বলেই দারুণ ছন্দে থাকা মার্কাস স্টয়নিসকে সাঝঘরে পাঠান কিউই পেসার। আইপিএলের ফাইনালে ইনিংসের প্রথম বলে উইকেট নেয়ার ঘটনা এটাই প্রথম। আজিঙ্কা রাহানেকে ফেরান বোল্টই। ফর্মে থাকা শিখর ধাওয়ান ১৩ বলে ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর দিল্লির রানকে টেনে তুলতে থাকেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেন তারা। ৩৮ বলে ৫৬ রান করেন পন্ত। এবারের আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ফাইনালে। শিমরন হেটমায়ার করলেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেল ৯ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দিল্লি। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন বোল্ট। ২টি উইকেট নেন নাথান কোল্টার নাইল।
ষষ্ঠবার আইপিএল ফাইনালে উঠে পাঁচ বার চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০১৩, ২০১৫, ২০১৭,২০১৯, ২০২০ সালে আইপিএল ট্রফি ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারই মুম্বইয়ের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মা।