বগুড়ায় আবারও বাড়ছে করোনাঃ ১৯৪ নমুনায় শনাক্ত ২৯

241

স্টাফ রিপোর্টার
কিছুদিন কমলেও বগুড়ায় আবারও বাড়ছে করোনার সংক্রমণ।  গেল ২৪ ঘন্টায় ১৯৪ নমুনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯জন।  আক্রান্তের হার ১৪ দশমিক ৯৪শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৯জনের মধ্যে সদরের ২২জন, গাবতলী ৩জন, শাজাহানপুরে ও শেরপুরে ২জন করে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১০ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ২৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ২৮৫জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৭৩০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৬১জন।

ডা. তুহিন আরও জানান, জেলায় সর্বস্তরের জনসাধারণদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক দুরত্ব মেনে চলাসহ বার বার হাত ধোয়ার অভ্যাস বাড়াতে হবে নইলে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতেই থাকবে।