শায়েব এরেকাত আর নেই, ফিলিস্তিনে ৩ দিনের শোক

229

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ফিলিস্তিনের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী বর্ষীয়ান শায়েব এরেকাত আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তিনি ৬৫ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে শোকে কাতর ফিলিস্তিন। তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে সারা বিশ্ব থেকে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলেছে, শায়েব এরেকাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সেক্রেটারি। তিনি মঙ্গলবার পশ্চিম জেরুজালেমে হাদাসা আইন কেরেম হাসপাতালে মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। তার মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছিল।

২০১৭ সালে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। ফিলিস্তিনি নেতাদের মধ্যে তাকে দেখা হয় ‘টাওয়ারিং ফিগার’ হিসেবে। তিনি পুরোটা জীবন ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের লড়াই সমাপ্ত করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তার মৃত্যুকে ফিলিস্তিন এবং এর জনগণের জন্য বড় ক্ষতি বলে শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মাহমুদ আব্বাস বলেন, এই দেশপ্রেমিক নেতার প্রতি শেষ বিদায় জানাচ্ছে ফিলিস্তিন। তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তিনি ফিলিস্তিনি পতাকা উচ্চে তুলে ধরতে বড় ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে আমাদের জনগণের অধিকারের পক্ষে কাজ করেছেন। মাহমুদ আব্বাসের সিনিয়র উপদেষ্টা নাবিল শাথ বলেছেন, শায়েব এরেকাতের মৃত্যু জনগণের জন্য এক বড় ক্ষতি। আমি একজন বন্ধুকে, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষের এক লড়াকুকে হারালাম। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সদস্য ও বেথলেহেমের সাবেক মেয়র বেরা বাবুন। তিনি বলেছেন, মারা যাওয়ার আগে এরেকাত বলেছেন, তোমরা ফিলিস্তিনের পক্ষে থাকবে।