ওয়েব ফিল্মে মিম

181

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

ওয়েব সিরিজের মধ্য দিয়ে ডিজিটাল দুনিয়ায় বেশ আগেই পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার তিনি আসছেন ওয়েব ফিল্মে। প্রথমবারের মতো ‘হোয়াট দ্য ফ্রাই’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করছেন অনম বিশ্বাস। গতকাল থেকে এটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে এর শুটিং পেছানো হয়েছে বলে জানান মিম। আগামী ১৭ই নভেম্বর শুটিংয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ওয়েব ফিল্মটি নিয়ে মিম বলেন, দারুণ একটি গল্প নিয়ে এই ফিল্ম নির্মাণ হবে।

এতে আমি অভিনয় করবো দেশের একজন টপ হিরোইন চরিত্রে। চরিত্রটির জন্য বেশ প্রস্তুতিও নিচ্ছি। ফিল্মের একজন নায়িকার নানা বিষয় দর্শক এই ছবিতে দেখতে পাবে। এই ফিল্মে মিম জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা তাহসানের সঙ্গে। এদিকে মিমের মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এছাড়া তার হাতে আছে ‘ইত্তেফাক’ শিরোনামের আরো একটি চলচ্চিত্র। এটির নির্মাতা রায়হান রাফি। এই ছবির শুটিং এখনো বাকি আছে। খুব শিগগিরই নির্মাতা এটির শুটিং শেষ করবেন বলে জানান অভিনেত্রী।