করোনায় মারা গেলেন বগুড়া শাহ সুলতান কলেজের সাবেক অধ্যক্ষ1 মিনিটে পড়ুন

121

স্টাফ রিপোর্টার

সরকারি শাহ সুলতান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক এজাজ করোনা আক্রান্তে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাআতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বিষয়টি জানিয়েছেন শজিমেকের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল।

 

ডাঃ জুয়েল জানান, প্রফেসর এজাজ করোনায় আক্রান্ত হয়ে ৩১ অক্টোআবর শজিমেকে ভর্তি হন। তার তীব্র শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ছিল। পরে  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।

প্রফেসর এজাজুল হক এজাজ ২০১৬ সালের ১৪ মে অধ্যক্ষ হিসেবে সরকারি শাহ সুলতান কলেজে যোগদান করেন। পরে গত বছরের ২৩ এপ্রিল তিনি অবসরে যান।