চাঁদার দাবীতে সদরের বাঘোপাড়ায় ওয়েব পয়েন্ট দোকানে হামলা, মারপিট, থানায় মামলা

189

———————————————–
স্টাফ রিপোর্টারঃ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াতের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, মারপিট, থানায় মামলা।
বগুড়া সদর থানার এজাহার সুত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বাঘোপাড়া সরকার মার্কেটে ওয়েব পয়েন্ট আইটিতে ১১/১১/২০ তাং রাত অনুমান ৮ টা ৪৫ মি: হঠাৎ কয়েকজন সন্ত্রাসী, চাঁদা বাজ তাদের মধ্যে চিহ্নিত সদর থানার মহিষ বাথান মৃধা পাড়ার আব্দুল মোমিনের পুত্র সাগর(২৭), রোস্তম আলীর পুত্র আবু সাঈদ( ২৫), আশিক, শাকিল, সহ আরও অজ্ঞাত ৬/৭ জন দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবী করলে সে তা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের কম্পিউটার ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা ৬ হাজার টাকা নিয়ে যায়। তাদেরকে দ্রুত আটক করার জন্য সাংবাদিক সাখাওয়াত পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে বগুড়া সদর থানার ওসী হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি সম্পর্কে আমি জানী, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থানার এস আই জহুরুল পরিদর্শন করেছে। তদন্ত কারী কর্মকর্তা এস আই বেদার উদ্দিন জানান দ্রুত দোষী ব্যক্তিদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।