বগুড়া পৌরসভা ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের বেকার যুবক ও তরুনীদের কর্মসংস্থানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব——মুক্তি বেগম

288

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলরপ্রার্থী মুক্তি বেগম বৃহস্পতিবার বিকেলে ১৭ ওয়ার্ডের নিশিন্দারা ঝোপগাড়ী অলির বাজার, ধরমপুর,বারপুর এলাকায় সকলের দোয়া ও সমর্থন চেয়ে গনসংযোগ করেন । গনসংযোগ কালে তিনি বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আগামী পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে অবহেলিত এই ওয়ার্ডকে আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করব। কাঁচা রাস্তা চলাচলের উপযোগী এবং ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার করব। জনপ্রতিনিধি না হয়েও মহামারী করোনা কালী সয়মসহ বিভিন্ন তিথি পর্বে বিশেষ করে পূজা ও দুই ঈদে আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আগামীতে আরোও বেশি করে যাতে আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারি এজন্য আগামী নির্বাচনে আমাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে একটি বার কাজ করার সুযোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও দলিল লেখক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জাকির হোসেন, জাহিদুর রহমান, শাহ মোহাম্মদ আলী সোহাগ, কল্পনা বেগম ববি বেগম, রত্না বেগম, সাম্মী আকতার, শুরভী আকতার, জেসমিন বেগম,বুলবুলি বেগম, মৌসুমি আকতার, মুরশেদা আকতার, বুদি বেগম, নাজমা বেগম,রিনা আকতার রানী বেগম প্রমূখ।