কাহালুতে সরকারী চালের দাম বেশি নেওয়ায় ডিলারশিপ বাতিল

178

কাহালু (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালুতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির বস্তার চাল নির্ধারিত মূল্য ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করায় উপজেলার কালাই কর্ণিপাড়ার আব্দুল জলিলের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার গত বুধবার দুপুরে বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল গরিবদের মাঝে বিতরণ কার্যক্রম পরিদর্শনে বের হন। তারা কালাই ইউনিয়নের কর্ণিপাড়ায় গিয়ে জানতে পারেন, ডিলার আব্দুল জলিল ৩০০ টাকা মূল্যের ৩০ কেজির বস্তা চাল ৬০০ টাকায় বিক্রি করেন। দ্বিগুণ দরে চাল বিক্রির তথ্য প্রমাণ পাওয়ার পর তার ডিলারশিপ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান জানান, সরকারি শর্ত ভঙ্গ করায় কালাই কর্ণিপাড়ার ডিলার আব্দুল জলিলের ডিলারশিপ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উপজেলায় মিটিং করে তার ডিলারশিপ বাতিল করা হবে।