বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ৩০, মৃত্যু ১

160

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিএমএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ব্যক্তির নাম সাইদুর রহমান (৭৫)। পেশায় ব্যবসায়ী সাইদুর শেরপুর উপজেলার উত্তর সাহা পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনায় ২৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

একই সময়ে সুস্থ হয়েছেন ১৩জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৭ হাজার ৭৪৩।

নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে সদরের ২৪ জন, আদমদীঘী ২ জন, গাবতলী ২ জন, শেরপুর এবং দুপচাঁচিয়া একজন করে।

এতে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩১৫ জন। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ১৯৫ জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৭৭ জন।