বগুড়ায় দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা, একটি সিলগালা

189

বগুড়া এক্সপ্রেস ডেস্ক: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়ায় দুটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। বুধবার বিকাল ৫ টা থেকে শুরু হওয়া ওই অভিযানে সদরের প্রভাতি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আস্থা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ঠনঠনিয়ার সোফিপাড়ার অনুপম হাসপাতালকে সিলগালা করা হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাবের সদস্যরা।
বুধবার রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫২ ধারা ভঙ্গ করায় প্রভাতি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আহসানুল হক রুবেলকে ৮০ হাজার ও আস্থা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের মালিক নাজমুল হোসেন বাবুকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় অনুপম হাসপাতাকে সিলগালা করা হয়।