বগুড়া পৌরসভার ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের অবহেলিত নারী ও পুরুষদের উন্নয়নে কাজ করব—- মহিলা কাউন্সিলর প্রার্থী মুক্তি বেগম

199

এস এম সালমান হৃদয়

নতুনদের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন। অতিতে যারা মিষ্টি মধুর কথা বলে ভোট নিয়েছে, কথা রাখেনি ও কোন কাজও করেনি। আমি সেটি বাস্তবায়ন করার লক্ষে ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের অবহেলিত নারী ও পুরুষদের উন্নয়নে কাজ করব। কথায় না, আমি কাজে বিশ্বাসী। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইন্নাশাল্লাহ আগামী পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে আপনারদের সাথে নিয়ে অত্র ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ করব। এলাকার যুবকদের জন্য নিয়মিত ক্রীড়া চর্চা ব্যবস্থা করব। ইভটিজিং ও নারী নির্যাতন হাত থেকে রক্ষা পাওয়া জন্য সচেতন ব্যক্তিদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করব, যাতে করে আমাদের সন্তানেরা নিরাপদে চলাফেরা করতে পারে। সেই সাথে সকল প্রকার ভাতা কার্ড বিনামূল্যে বিতরন এবং সরকারী সকল অনুদান সমবন্টন করে দেওয়া হবে। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। বুধবার বিকেলে আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে শহরের ফুলবাড়ি উত্তর পাড়া এলাকায় সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন চেয়ে গনসংযোগকালে ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা:মুক্তি বেগম উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাম্মী আকতার,শারমিন আকতার,মনিরা সুলতানা,বিজয়,,সহ অত্র এলাকার সুধীজন ও ভোটারবৃন্দ।