ভারত- বাংলাদেশের পেট্রাপোল- বেনাপোল চেকপোস্ট আবার কর্মচঞ্চল

126

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আগের মত না হলেও কর্মচাঞ্চল্য ফিরেছে ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরে। দুদেশ এখনো টুরিস্ট ভিসা চালু না করলেও ভারত মেডিক্যাল ও স্টুডেন্ট ভিসা চালু করেছে। বাংলাদেশ চালু করেছে বিসনেস ও এমপ্লয়মেন্ট ভিসা। মার্চ মাস থেকে সবরকম ভিসা বন্ধ থাকায় এই দুই স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন ছাড়া অন্য কোনও কাজ হচ্ছিলো না। এবার যাত্রী পারাপার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার পুরোনো ছন্দ ফিরে পাচ্ছে পেট্রাপোল বেনাপোল। তবে আগে যেখানে প্রতিদিন দশহাজার পর্যটক যাতায়াত করতেন, সেখানে এখন গড়ে দেড়হাজার যাত্রী পারাপার করছেন। টুরিস্ট ভিসা চালু হলেই সব স্বাভাবিকতা ফিরে আসবে অনুমান বন্দর কর্তৃপক্ষের। তবে, দু দেশে যাতায়াতকারীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বহন করা আবশ্যক। সীমান্তে শক্তিশালী থার্মাল গানও ব্যবহার করা হচ্ছে।।