শেরপুরে আইনশৃংখলা কমিটির সভায় ছিচকে চোরের উপদ্রবে ক্ষোভ প্রকাশ

199

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার মিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল,ইউপি চেযারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলী মুন্টু, শফিকুল ইসলাম রাঞ্জু, আল আমীন মন্ডল, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত কুমার বসাক,শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব,টাউন কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায় প্রমুখ। সভায় শেরপুর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস থেকে ল্যাপটপ চুরি সহ শহরে ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে পুলিশের টহল বৃদ্ধির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও।