চাকরী ছাড়লেন কমলার স্বামী2 মিনিটে পড়ুন

83

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ায় তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন কমলা হ্যারিস। আর এ কারণেই তার স্বামী চাকরী ছেড়ে দিলেন। কমলাকে সহায়তা করতে এই উদ্যোগ বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কমলার স্বামী ডগলাস এমহফ পেশায় ‍আইনজীবী। ‘ডিএলএ পাইপার’ নামে একটি ল ‍ফার্মে কাজ করতেন। সেখানে তিনি মূলত বিনোদন, খেলাধূল ও গণমাধ্যম ক্ষেত্রের মামলাগুলো দেখতেন। ২০১৭ সালে তিনি ওই ল ফার্মে যোগ দেন, তিনি বর্তমানে ফার্মের অংশীদারদের একজন।

জানা যায়, ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন। ওই শপথ অনুষ্ঠানের আগেই ডগলাস চাকরি ছাড়বেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন ডগলাস। গত আগস্ট মাস থেকে তিনি কাজে যোগ দেননি। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন অগাস্টে তার রানিংমেট হিসেবে কৃষ্ণাঙ্গ-ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ার ঘোষণার পরপরই নিজের কাজ ছেড়ে স্ত্রীর নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন ডগলাস। অনেকের মতে তিনি ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচার প্রচারণার মূল হাতিয়ার। কারণ নির্বাচনী প্রচারে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোয় বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন ডগলাস।