বগুড়া পৌরসভার নির্বাচন ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসীর নির্বাচনী মত বিনিময় সভা

270

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকার নিশিন্দারা মধ্যপাড়াএলাকার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোসলেম উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর প্রাথী জান্নাতুল ফেরদৌসী । এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাক্তার ,আব্দুল মান্নান , রুহুল আমিন আকন্দ , বুলু মিয়া, আব্দুল খালেক,শাহিন আলম,সিরাত আকন্দ ছনি,মোস্তফা কামাল, আতোয়ার আকন্দ সাদ্দাম হোসেন প্রমূখ।বক্তারা নিজেদের এলাকাকে অবেহেলিত ১৬,১৭,ও ১৮এলাকা উল্লেখ করে আগামী জান্নাতুল ফেরদৌসী নির্বাচিত হলে তাকে এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা উন্নয়নের জোর দাবী জানান। এসময় মহিলা কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী। উপস্থিত সবাইকে জানান, আমি নির্বাচিত হতে পারলে ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল অপরাধ কঠর হস্তে দমন করা হবে। ড্রেন ও রাস্তার যে সমস্যার কথা বলছেতা সমাধান করা হবে। ওয়ার্ডের সকল সমস্যা সমাধান করে সবার জন্য শান্তিতে বাসযোগ্য ওয়ার্ডে রুপান্তরিত করা হবে ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডকে।