আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বগুড়া ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন সরকারের সমর্থনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অত্র ওয়ার্ডের চকসুত্রাপুর এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোখলেছার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অত্র ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল। বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাহাদত হোসেন শাহীন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইফতেখার হাসান যিশু, জেলা পিক আপ মালিক সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বুলবুল। এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন সরকার, জালাল শেখ, আবে জমজম, ওমর ফারুক, তানজিদুল ইসলাম তন্ময়, কবির মুন্না, আনোয়ার হোসেন, শাজাহান আলী, বাবর আলী, বাবু, রবিন, সাহাদত হোসনে, খোকন প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন সরকারকে হাত তুলে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।