মধুচন্দ্রিমায় অন্যরকম কাজল

288

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মালদ্বীপে মধুচন্দ্রিমায় অন্যরকম রূপে ধরা দিলেন কাজল আগরওয়াল। স্বামী গৌতম কিচলুর সঙ্গে পানির নিচে বিলাসবহুল ঘর থেকে ছবি শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। ওয়াটার রিসর্টে হাজির হয়ে তিনি মাছদের দেখছেন না মাছেরা তাকে দেখছে বলে হেয়ালি করতেও দেখা যায় কাজলকে। গত সপ্তাহে তিনি ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের পর বিলাসবহুলভাবে বসে তাদের রিসেপশনও। বিয়ে, রিসেপশনের পর মালদ্বীপে পাড়ি দেন। মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে পাড়ি দেওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করেন।