আশাবাদী বেলী

199

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

নিজের দীর্ঘ ক্যারিয়ারে ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী বেশকিছু শ্রোতাপ্রিয় ফোক গান উপহার দিয়েছেন। পাশাপাশি স্টেজেও ব্যস্ত থাকেন তিনি। তবে করোনা পরিস্থিতির পর থেকে স্টেজ শো তেমন হচ্ছে না। করোনার প্রথম কয়েক মাস বাসাবন্দি থেকেছেন তিনি। এদিকে স্টেজ শো বন্ধ থাকলেও এখন টুকটাক কাজ করছেন বেলী। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের লাইভ ও রেকর্ডেড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। বেলী বলেন, এমন পরিস্থিতি আমার মতো অনেকেই দেখেননি সবকিছু স্থবির। স্টেজ শো বন্ধ। একদিকে শিল্পীরা তাদের মনের খোরাক গান যেমন শোনাতে পারছেন না, অন্যদিকে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

আমি নিজেও এতোদিন বাসায় ছিলাম। তবে সম্প্রতি কাজ শুরু করেছি। এরমধ্যে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান করেছি। সামনেও কিছু শুটিং রয়েছে। চ্যানেলগুলোর লাইভেও গাইবো। তবে খুব বেশি কাজ এই সময়ে করতে চাই না। কারণ করোনা পরিস্থিতি ঠিক হয়নি। বরং এই শীতে আরো পরিস্থিতি খারাপ হতে পারে বলেই শুনছি। করোনার কারণে তো স্টেজ শো বন্ধ রয়েছে। বিষয়টি কীভাবে দেখছেন? এই শিল্পী বলেন, আমি বিশ্বাস করি এটি সাময়িক বিষয়। করোনা মহামারি গেলেই সব ঠিক হবে। এ বিষয়ে আমি আশাবাদী। তবে শিল্পী-মিউজিশিয়ানদের অনেকেই খারাপ অবস্থায় দিনযাপন করছেন। দেশের বিভিন্ন স্থানের সাংস্কৃতিক দলগুলোর কাজ বন্ধ। কবে শো শুরু হবে তার নিশ্চয়তা নেই। এমন অবস্থায় অনেক মিউজিশিয়ান পেশা বদলেছেন বাধ্য হয়ে। এটা বেদনাদায়ক। দোয়া করি যেন দ্রুত পরিস্থিতি ঠিক হয়। আবার সরব হয় সংগীতাঙ্গন।