গাবতলীতে শামিম হত্যার রহস্য উন্মোচন ! আদালতে স্বীকারোক্তি

136

এনামুল হক:-

গাবতলী থেকে : বগুড়ার গাবতলীতে শামিম হোসেন (২৩) এর লাশ উদ্ধারের তিন দিনেই হত্যার রহস্য উন্মোচন হয়েছে। পূর্ব শত্রুতার টাকা-পয়সার জের ধরে শামিমের বন্ধু খুনি পারভেজ প্রামানিক ওরফে হারেছ (২৫) বগুড়ার সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট নিশ্চিক্রীতি হাগিদক গাবতলী আদালতে গত বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে হত্যাকান্ডের ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আদালত শামিম হত্যাকান্ডের সাথে জরিত হারেছ ও আরাফাত হোসেন (২০) কে জেলহাজতে প্রেরণ করেছে। উল্লেখ্য, কুমিল্লা জেলার দায়রা গ্রামের সাহাদত হোসেনের ছেলে শামীম হোসেন (২৩) জন্মের পর থেকেই বগুড়া গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রামে নানা আব্দুস সামাদ এর বাড়ীতে বসবাস করতো। মা বিদেশ এবং বাবা ঢাকার টঙ্গীতে বসবাস করে। শামীম হোসেন তার নানার বাড়ীতেই বড় হয়ে উঠে। শামীম তার ছোট মামা মহিদুলের সাথে দাদন ব্যবসার টাকা পয়সা উত্তোলনের কাজ করতো। শামীম গত শনিবার (৬নভেম্বর) রাত সাড়ে ৮টায় বাড়ী থেকে খাওয়া-দাওয়া করে আবারও বাহিরে বের হয়। এর পর থেকেই শামিম নিখোঁজ হন। এব্যাপারে গত শনিবার বিকেলে শামীমের মামা মহিদুল থানায় একটি জিডি করেন। জিডির ৩দিন পর গতকাল সোমবার (৯নভেম্বর) সকালে নিজগ্রাম থেকে এক কিলোমিটার দূরে সোনাকানিয়া দহে ঐ গ্রামে জনৈক এক কৃষক কচুরির নিচ থেকে একটি লাশ দেখতে পায়। এরপর পুলিশ সোনাকানিয়া দহ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শামীমের পিতা সাহাদত হোসেন বাদী হয়ে গত সোমবার (৯নভেম্বর) গাবতলী থানায় একটি হত্যা মামলা করে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিজগ্রামের মোজাফ্ফর আলী আকন্দের ছেলে আতিকুর রহমান (১৭)নামের এক যুবককে ১১নভেম্বর থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপর ১২নভেম্বর নিজগ্রামের মোন্তেজার প্রামানিকের ছেলে পারভেজ প্রামানিক ওরফে হারেছ ও একই গ্রামের বাবলু প্রামানিকের ছেলে আরাফাত হোসেনকে গ্রেফতার করে থানায় নেয়। ঐদিনই গ্রেফতারকৃত হারেছকে বগুড়ার সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট গাবতলী আদালতে পাঠালে পারভেজ প্রামানিক ওরফে হারেছ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে জানা যায়, হারেছ ও আরাফাতসহ ৪বন্ধু পরিকল্পিতভাবে শামিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কচুরি পানার মধ্যে রাখেছিল। এ ব্যাপারে থানার ওসি নুরুজ্জামান বলেন, শামিম হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকায় হারেছ আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ১৩.১১.২০২০, মোঃ- এনামুল হক, সাংবাদিক দৈনিক করতোয়া ও সভাপতি, গাবতলী প্রেসক্লাব, বগুড়া।