গৃহবধূ রুপা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন

280

স্টাফ রিপোর্টার
বগুড়া শিবগঞ্জের শংকরপুরে শ^শুর বাড়িতে গৃহবধু রচনা রানী রপা হত্যাকারিদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সাতমাথায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শাজাহানপুর উপজেলা শাখা এই মানব বন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারী, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বাবু সুকুমার দাশ, ধর্মীয় সম্পাদক স্বপন সিং, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি প্রত্যপ মিত্র, পল্লা, ভক্তি রানি, লিপি রানি, মুক্তা রানি, মোন মোহন সিং প্রমূখ।
বক্তারা বলেন, গত ৫/২/১৮ তারিখে বগুড়া শিবগঞ্জের শংকরপুর এলাকার আনন্দ চন্দ্র অধিকারির ছেলে অনিক চন্দ্র অধিকারির সাথে গাইবান্ধার রতন চন্দ্র মহন্তের মেয়ে রচনা রানি রপার বিয়ে হয়। গত ৫ নভেম্বর শ^শুর বাড়ি শিবগঞ্জে স্বামী , শ^াশুরী ও শ^শুর বাড়ির লোকজন মিলে রপাকে গলাটিপে হত্যা করেছে। বিয়ের এক বছর পরথেকে যৌতুকের টাকার জন্য শ^শুর বাড়ির লোকজ প্রায়ই তাকে শারিরিকি ও মানষিক নির্যাতন করত। এরই এক পর্যায়ে আসামী অনিক অধিকারির দোতলা বাড়ির শয়নকক্ষে নির্মমভাবে গলাটিপে হত্যা করেছে। মানববন্ধনের মাধ্যমে তারা সকল আসামীদ্রে দ্রত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।