বগুড়ায় গুদাম থেকে ৩ লক্ষাধিক টাকার অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস

128

স্টাফ রিপোর্টার

বগুড়ায় অবৈধ ও অনুমোদনবিহীন যৌন উত্তেজক ওষুধ রাখার অপরাধে ফেয়ার ল্যাবরেটরীজ (ইউনানী) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১২টায় বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায়  ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমানা রিয়াজ। এসময় বগুড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শাহআলী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত। অভিযানে জব্দকৃত ওষুধ পরে বুল্ডোজার দিয়ে ধ্বংস করা হয়।

 

বগুড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শাহ আলী বেলাল হোসেনের মালিকানাধীন ওষুধের গুদামে  প্রায় সাড়ে তিন লাখ টাকার অনুমোদনবিহীন  ১৭ রকমের ওষুধে ছিল। তাদের মাত্র ৭টি ইউনানী ওষুধ তৈরির অনুমোদন ছিল। অনুমোদনবিহীন ওষুধগুলোর সবই যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। এই অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা করা হয়।  পরে এই অনুমোদনবিহীন ওষুধগুলো জয়পুরপাড়া থেকে জব্দ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ধ্বংস করা হয়।