বগুড়ায় ১০৫ নমুনায় শনাক্ত ৫ জন,মৃত্যু ১জন

208

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১০৫ নমুনা পরীক্ষায় ৫ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১১ জন। মারা গেছেন একজন।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে সরকারি শাহ সুলতান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এজাজুল হক এজাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

ডা. তুহীন জানান, প্রফেসর এজাজ করোনায় আক্রান্ত হয়ে ৩১ অক্টোবর শজিমেকে ভর্তি হন। তার তীব্র শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে গতকাল বৃহস্পতিবারের পরিসংখ্যানের তথ্যে জানা গেছে, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৯টি নমুনায় ০৪ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় একজন শনাক্ত হন।

একই সময়ে ১১ জন সুস্থ হওয়ায়ে মোট সুস্থতার সংখ্যা ৭ হাজার ৭৫৪।

নতুন শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩২০ জন। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ১৯৬ জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৭১ জন।